• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৫:৪৬ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৫:৪৬ (14-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শর্তসাপেক্ষে দেবীদ্বারে সেই শিক্ষকের ‘সাদামাটা’ সংবর্ধনা

১৬ অক্টোবর ২০২৩ সকাল ০৯:১০:১০

শর্তসাপেক্ষে দেবীদ্বারে সেই শিক্ষকের ‘সাদামাটা’ সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করেছে স্থানীয় প্রশাসন।

ফলে কোনো ধরনের সংঘাত ছাড়াই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে বিদায়ী শিক্ষককে বহনকারী হেলিকপ্টার আকাশে উড়লেও মাঠে নামতে দেয়া হয়নি, বিশাল গাড়িবহরও চলেনি, করুণ সুরে বাদ্যযন্ত্রও বাজেনি। ঝরা ফুলের পাপড়ি ছিটানো বৃষ্টিতে এবং করতালির মাধ্যমে আয়োজক ও সমর্থকগণের সহযোগিতায় প্রিয় শিক্ষককে মঞ্চে উঠানো হয়।

১৫ অক্টোবর রোববার দুপুর পৌনে ১২টা থেকে হাজী আমির উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ এর শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। হেলিকপ্টরে করে আসা বিদায়ী শিক্ষকের নিজগ্রাম পৌর এলাকার ভিংলাবাড়িতে নেমে সংক্ষিপ্ত গাড়িবহরে একটি বর্ণাঢ্য র‌্যালিসহ বিদ্যালয়ে প্রবেশ করেন। এর আগে বিদ্যালয় পরিচালনা পর্ষদের আভ্যন্তরীণ  দ্বন্দ্বে দ্বিধাবিভক্তির জের ধরে বিদায় সংবর্ধনায় পক্ষ বিপক্ষ দু'টি গ্রুপ তৈরি হয়েছিল।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকিরহোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অধ্যাপক সবুর আহমদ খান, মো. নান্নুমিয়া সরকার, মো. জসীম উদ্দিন খান, মো. কামরুজ্জামান জুয়েল, আনিসুর রহমান মেম্বার, ইউনুছ বাহাদুর, আহাম্মদ সোহেল, সাইফুল ইসলাম শামিম প্রমুখ।

বিদায়ি সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের কতটুকু শিক্ষা দিতে পেরেছি জানি না। তবে যেটুকু দিয়েছি মন থেকেই দিয়েছি। তোমরা যদি আমার সামান্যতম শিক্ষা গ্রহণ করো তা হলে সে শিক্ষার গুণগত মান বজায় রেখে, তোমাদের মেধা, তোমাদের শ্রম বিকশিত করবে দেশ তথা বিশ্ববাসীর কল্যাণে।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর জানান, উভয় পক্ষকে নিয়ে এক বৈঠকে সমোঝোতা করে দিয়েছি। তাই রোববার কোন ধরনের সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭