• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:২৬:৫২ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:২৬:৫২ (12-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৪ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:১৭:১৮

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছে ১জন। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতেরা হলেন, মান্দা উপজেলার ভালাইন গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৩০), ও সফাপুর ইউনিয়নের সফাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে জিল্লুর রহমান (৫৫)। দুর্ঘটনায় একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সুলতান হোসেন (২৮) মারাত্মক আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আব্দুল মতিন মান্দা উপজেলার ভালাইন থেকে মহাদেবপুর আসার পথে ছাতড়া মহাদেবপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। স্থানীয়রা মতিনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। পরে রাজশাহী নেয়ার পথে মতিনে মৃত্যু হয়।

একই দিন বিকেলে জিল্লুর রহমান একটি যাত্রীবাহী ভটভটিতে উঠে মহাদেবপুর থেকে সফাপুর জাচ্ছিলেন। পথে শিবগঞ্জ বাজারের কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম্পার ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ছিটকে পাশের পুকুরে পড়লে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন জিল্লুর। মারাত্মক আহত অবস্থায় চালক সুলতান হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ