• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১৯:৫৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১৯:৫৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিদেশে পালানোর সময় প্রতারক বাবলা গ্রেফতার

১৩ অক্টোবর ২০২৩ রাত ০৯:৫১:০৬

বিদেশে পালানোর সময় প্রতারক বাবলা গ্রেফতার

সিলেট প্রতিনিধি: বিদেশে পালানোর সময় একাধিক মামলার পলাতক আসামি বিপ্রজিত গুণ বাবলাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেফতার হন। বিপ্রজিৎ সিলেট মহানগরের মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার রবিন্দ্র কুমার গুণের ছেলে।

গ্রেফতারের পর তাকে সিলেটে আনার জন্য মোগলাবাজার থানা পুলিশের একটি দল রাতেই ঢাকায় রওনা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এসএম মাইনুল ইসলাম।

তিনি বলেন, বিপ্রজিৎ গুণ বাবলার বিরুদ্ধে অসংখ্য লোকের কোটি কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। আমার থানায়ই ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্রজিৎ। তাই শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতারের পর তাকে শুক্রবার সিলেটে আনা হচ্ছে।
    
খোঁজ নিয়ে জানা গেছে, বিপ্রজিৎ গুণ বাবলা উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে চলাফেরা করতেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওঠাবসা এবং সেই সুযোগ কাজে লাগিয়ে এবং নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দিতেন।

তার ফাঁদে পা দিয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন উচ্চপদস্থ একাধিক পুলিশ কর্মকর্তা, সচিব, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অসংখ্য চিকিৎসক, আইনজীবীসহ শতাধিক মানুষ। এসব টাকা বিদেশে পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে। সিলেটের আদালতে ভুক্তভোগীদের করা কয়েক ডজন মামলায় ইতোমধ্যে আদালত থেকে পরোয়ানাভুক্ত হয়ে ফেরারি ছিলেন বিপ্রজিৎ।

একাধিক সূত্রে জানা গেছে, চা বাগানসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের কথা বলে শতকোটি টাকা আত্মসাৎ করেছেন বিপ্রজিৎ। তার টার্গেট ছিল ডাক্তার, ব্যবসায়ীসহ সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ