• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫২:২১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫২:২১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাইয়ে বন্য হাতির মৃতদেহ উদ্ধার

১২ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৪১:০৯

কাপ্তাইয়ে বন্য হাতির মৃতদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া কাঁঠালতলী এলাকায় ১টি বন্য হাতির মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর খবর জেনেছি।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালীর রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে।

এই বন কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে চন্দ্রঘোনা থানায় একটি জিডি করা হয়েছে। যে স্থানে হাতিটির মৃত্যু হয়েছে সেখানেই মাটি খুঁড়ে হাতিটিকে পুঁতে ফেলা হবে।

উল্লেখ্য, রাঙামাটির ৪টি উপজেলায় হাতির চলাচল দেখা যায়। উপজেলাগুলে হলো কাপ্তাই, বাঘাইছড়ির আমতলী এলাকা, লংগদুর কিছু এলাকা এবং রাঙামাটি সদরের কিছু এলাকা। এর মধ্যে কাপ্তাইয়ে চলাচলকারী হাতির পাল প্রায়ই নজরে আসে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫