• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৬:৫৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৬:৫৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

১০ অক্টোবর ২০২৩ রাত ০৯:৩০:০৩

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্ছনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন সদর উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, গত ৮ অক্টোবর ভিক্টোরিয়া জুবিলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনে বিরত থাকতে ওই শিক্ষক সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করলে তাকে শারীরিক ও মানসিক হেনস্থা করে ওই শিক্ষার্থী। তার বহিষ্কারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

মানববন্ধনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, সহকারী শিক্ষক এ.বি.এম গোলাপ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিজু আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বারবার স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ