• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৬:০৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৬:০৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

১০ অক্টোবর ২০২৩ সকাল ০৮:২৩:৪৭

কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি: অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও লেবেলহীন পণ্য তৈরি দায়ে কক্সবাজারের ২ রেস্তোরাঁ এবং একটি কারখানায় অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কতৃপক্ষ। ৯ আগস্ট সোমবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত পৃথক অভিযানে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে হান্ডি রেস্তোরাঁকে ১ লাখ টাকা, প্রাসাদ প্যারাডাইসকে ২ লাখ টাকা এবং শৈবাল ফুড প্রোডাক্ট নামের একটি অবৈধ খাবার তৈরির কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম। এসময় তাঁর সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। অভিযানে সহায়তা করে র‍্যাবের একটি আভিযানিক দল।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম জানান, সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে এসব রেস্তোরাঁয় খাবার তৈরি করা হচ্ছে। যার প্রধান ভোক্তা পর্যটকরা। পর্যটন নগরীতে এ ধরনের অনিয়ম চলতে দেয়া যায়না। এ ধরনের অভিযান ভবিস্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ