• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:০৪:৫৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:০৪:৫৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

৬ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২৫:০৫

বরিশালে ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ইজিবাইক চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. ইয়াসিন হাওলাদারকে (২৫) ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাব-৩। ৬ অক্টোবর শুক্রবার র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, নিহত সালাম বেপারী একজন ইজিবাইক চালক। গত ২৮ আগস্ট বরিশালের বানারীপাড়া থানার চৌয়ারীপাড়ায় ইজিবাইক চালিয়ে রাস্তা অতিক্রমের সময় আসামিরা রাস্তায় গাছ ফেলে গতিরোধের চেষ্টা করে। ভয় পেয়ে ইজিবাইকচালক সালাম দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকে আঘাত করে। ফলে সালাম তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়।

পরবর্তীতে আসামিরা সালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় সালামকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৩ এর কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় নিহত সালামের ছেলে মো. সাব্বির বেপারী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি স্থান পরিবর্তন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলো।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি ইয়াসিন হাওলাদার খিলগাঁও এলাকায় অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭