• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:৫৩:২৭ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:৫৩:২৭ (11-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩টি চলচ্চিত্র

২০ আগস্ট ২০২৩ রাত ০৮:৪৩:৪২

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩টি চলচ্চিত্র

বিনোদন ডেস্ক: ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের দ্বিতীয় আসর। এবারে বাংলাদেশ থেকে যাচ্চে ৩ টি চলচ্চিত্র। চলচ্চিত্র গুলো হচ্ছে নূর ইমরান মিঠুর পাতাল ঘর, খন্দকার সুমনের সাঁতাও এবং সৈয়দা নিগার বানুর নোনা পানি।

এ সম্পর্কে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান জনাব প্রেমেন্দ্র মজুমদার বলেন, বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। এরই প্রতিফলন হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের সরব অংশগ্রহণ দেখতে পাচ্ছি।

সাঁতাও চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, পূর্বাঞ্চলীয় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার আয়োজনে কলকাতা ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের এটি ২য় সংস্করণ। বিশুদ্ধ চলচ্চিত্রের এমন একটি আয়োজনে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের উপস্থিতি জানান দিচ্ছে বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

গণ-অর্থায়নে নির্মিত সাঁতাও চলচ্চিত্রটি রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র সাঁতাও সিনেমা হলে মুক্তি পায় চলতি বছড় ২৭ জানুয়ারি। গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনীও হয়েছে।

গত বছরের নভেম্বরে ২৪ তারিখে ভারতের ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে গোয়ার পাঞ্জিতে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

সাঁতাও ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সেরা প্রযোজনা পরিকল্পনা পুরস্কার অর্জন করে। ৫ মার্চ ভারতের কেরালার ত্রিশুলে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসববেও প্রদর্শিত হয়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ফিফরিসি অ্যাওয়ার্ডও জেতে চলচ্চিত্রটি। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জেতে গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড। ২৪ তম লন্ডন রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করে রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে সাঁতাও।

গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র সাঁতাওয়ের মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা করেছেন খন্দকার সুমন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৩
১১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪৬