• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:১৭:৫৫ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:১৭:৫৫ (11-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে খন্দকার সুমনের সিনেমা ‘সাঁতাও’

১ আগস্ট ২০২৩ দুপুর ১২:২৭:২৬

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে খন্দকার সুমনের সিনেমা ‘সাঁতাও’

নিজস্ব প্রতিবেদক: এবার গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর রাশিয়ার অন্তর্গত তাতারিস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহরে এ উৎসবের ‘রাশিয়া - দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে । তাতারিস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ এবং রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সহযোগিতায় এ চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।

এ বছর ‘রাশিয়া - দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তান এই নয়টি দেশের দশটি সিনেমা মনোনীত হয়ছে।

কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং চলচ্চিত্র গবেষক নিনা কোচেলিয়েভা বলেন, ‘নির্বাচিত চলচ্চিত্রগুলি মানব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, নৈতিক দর্শনের সমস্যা, চরম পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকা এবং যোগাযোগের উপর আলোকপাত করে।’

এছাড়াও নির্বাচন কমিটির সদস্য দর্শনের অধ্যাপক ডক্টর তৈমুর শাইখুলিন বলেন, ‘রাশিয়া - দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগের চলচ্চিত্র গুলির পর্দায় মুসলিম আধ্যাত্মিক মূল্যবোধের মূর্ত রূপ দেখা যাবে।’

‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, এমন একটি প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবে আমার প্রথম চলচ্চিত্র মনোনীত হওয়ায় আমি খুব আনন্দিত। এমন একটি আনন্দের সংবাদের সাথে আর একটি সংবাদ যোগ করতে চাই। গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি শিঘ্রই ‘ওটিটি’ প্লাটফর্মে আসছে।  

উল্লেখ্য, ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৩
১১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪৬