• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:৩৮:২৯ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:৩৮:২৯ (09-May-2025)
  • - ৩৩° সে:

খেলা

ঢাকা টেস্টে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ

৯ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৯:১৮

ঢাকা টেস্টে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে টাইগারদের শুরু ভালো হলেও শনিবার শেষটা ভালো হয়নি তাদের। ফলে ৪ উইকেটে হেরে সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে টাইগাররা।

অসাধারণ বোলিং নৈপুণ্যের জন্য সিরিজ সেরা হয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে কিউইদের জয়ের নায়ক গ্লেন ফিলিপস ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। ঢাকা টেস্টে কিউদের বিপক্ষে টাইগাররা প্রথম ইনিংসে ১৭২ রান তোলে।

জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায়। প্রথম দিনে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ছিল কিউইরা। গ্লেন ফিলিপস ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেললে নিউজিল্যান্ডের ইনিংস ১৮০ রানে গুটিয়ে যায়। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। জাকির হাসানের ফিফটির উপর ভর করে ১৪৪ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

১৩৬ রানের লক্ষ্যমাত্রা দিয়ে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। টাইগারদের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন গ্লেন ফিলিপস। ৪৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

অন্য প্রান্তে স্যান্টনার ৩৫ রানে অপরাজিত ছিলেন। টাইগার বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ৯ রানে একটি, মেহেদী হাসান মিরাজ ৫২ তিনটি এবং তাইজুল ইসলাম ৫৮ রানে ২ উইকেট লাভ করেন। এ সিরিজে ১২ উইকেট লাভ করায় সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তাইজুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










অবশেষে সাবেক মেয়র আইভী গ্রেফতার
৯ মে ২০২৫ সকাল ০৮:২২:২৪