• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

স্ত্রীর উপর অভিমান করে আমিরাতে বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যা

১০ মে ২০২৪ সকাল ০৭:২৬:২১

স্ত্রীর উপর অভিমান করে আমিরাতে বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যা

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গলাই ফাঁস লাগিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। দুবাইয়ের আল কুসাইস দুই এলাকার আল জারওয়ানী ভবনে ৯ মে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ। ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে অধিকাংশই ট্যাক্সি ড্রাইভারদের বসবাস। ভোর বেলা সবাই ডিউটিতে চলে যায়। সারাদিন তেমন কারো আনাগোনা থাকে না ভবনটিতে। এই সুযোগে ভবনের ছাঁদে ওঠার সিঁড়ির দরজায় গামছা বেঁধে ঝুলে পড়ে ফারুক। একসময় অন্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের সহকর্মীরা জানান, বেশ কয়েকদিন যাবত স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হচ্ছিল তার। মাঝে মাঝে বিবাহ বিচ্ছেদ নিয়েও কথা বলতে শোনা যেত। হতে পারে এসব ঘটনা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

সহকর্মীরা আরও বলেন, ২০১৫ সালে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা নিয়ে প্রবাসে আসেন ফারুক। এরপর ৮-৯ বছর যাবত ট্যাক্সিতেই কর্মরত ছিলেন। সম্প্রতি চাকরি ছেড়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছিলেন ফারুক। মাস তিনেক আগে ইউরোপের ভিসা পেতে পাসপোর্ট জমা করেন একটি এজেন্সিতে। ভিসা না হওয়াতে ফেরত দেয়া হয় তার পাসপোর্ট। এরপর থেকেই একাকী থাকতেন তিনি। স্ত্রীর সঙ্গে কলহ আর কর্মহীন, বেকার জীবনযাপনের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ