বিনোদন ডেস্ক: ভীষণ খোশমেজাজে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ। রীতিমতো রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা। তাই আইপিএলের তৃতীয় ম্যাচের জয়ের খুশিতে পাঠানের পোস্টারে রিঙ্কুর মুখ ফটোশপ করেছেন শাহরুখ নিজেই। ক্যাপশনে লিখেছেন, ঝুমে জো পাঠান।
৯ এপ্রিল রোববার দিনটা আইপিএলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, হারের মুখ থেকে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে একাই জয় নিশ্চিত করেছেন রিঙ্কু। আর এতেই খুশিতে আত্মহারা কিং খান।
শুধু শাহরুখ খান নন, তার ছেলে আরিয়ান, কন্যা সোহানা এবং বন্ধু শানায়া কাপুরও সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুর জন্য গর্বিত।
এ ছাড়া প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ থেকে শুরু করে প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম, সবাই আজ মুগ্ধ রিঙ্কুর পারফরমেন্সে। তাই শাহরুখ গর্বিত হবেন সেটাই খুব স্বাভাবিক।
তিন দিন আগেও কলকাতায় বিরাট কোহলির দলকে হারানোর পর ড্রেসিংরুমে শাহরুখের সামনে শপথ বাক্য পাঠ করেছিল কেকেআর। তারই প্রতিফলন তৃতীয় ম্যাচের সাফল্য।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই দলটার সঙ্গে যুক্ত রয়েছেন রিঙ্কু। গত এক বছর ধরে ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন তিনি। এবার সেটা শাহরুখের কেকেআরের জার্সিতেও প্রমাণ করছেন এই ক্রিকেটার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available