• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই শ্রাবণ ১৪৩২ রাত ১০:১৭:৩০ (31-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই শ্রাবণ ১৪৩২ রাত ১০:১৭:৩০ (31-Jul-2025)
  • - ৩৩° সে:

অর্থনীতি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক শুরু

৩০ জুলাই ২০২৫ সকাল ০৮:৪২:০৯

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক শুরু

এশিয়ান ডেস্ক: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, ওয়াশিংটনে মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আলোচনা চলেছে। তবে ৩০ জুলাই স্থানীয় সময় সকাল ৯টায় আলোচনা ফের শুরু হবে। 

আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল আজ (২৯ জুলাই) সকালে ওয়াশিংটনে এসে পৌঁছায়। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। এ ছাড়া, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩
৩১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৫৯