• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৩৬:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৩৬:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে আরেকটি দৃষ্টিনন্দন ফটক

১৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:২৯:০২

হাবিপ্রবিতে আরেকটি দৃষ্টিনন্দন ফটক

হাবিপ্রবি প্রতিনিধি: উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ হিসাবে পরিচিত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কে আরও নান্দনিক করে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন প্রশাসন। এসব প্রকল্পের মধ্যে অন্যতম প্রথম ফটকের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। দৃশ্যমান হয়েছে মূল স্থাপনা। যার নয়নাভিরাম দৃশ্য বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ এই ফটকের নকশা প্রণয়ন করে। স্থাপত্য বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ফার্নিয়া কবির ও তার দলের ডিজাইটির জন্য নির্বাচিত হয় । ২০২৩ সালের জুন মাসে এর নির্মানকাজ শুরু হয়। ফটকটির মূল এন্ট্রি অংশ ২০ ফুট এবং পথচারী এন্ট্রি অংশ ১০ ফুট প্রশস্ত। নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৩৪ লক্ষ টাকা।

সমান-তালে চলছে রাস্তার পিচ ঢালাইয়ের কাজ। কাঠামোগত এসব কাজের দরুন চিরচেনা রূপের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকে প্রকাশ পাবে হাবিপ্রবি ।

বিশ্ববিদ্যালয়ের প্লানিং, ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড.এ.টি.এম শফিকুল ইসলাম বলেন, আমাদের প্রথম ফটকটি পূর্বে থেকেই ছিলো, এটি শুধু আধুনিকায়ন করা হয়েছে। প্রথম ফটকটি শুধুমাত্র প্রবেশদ্বার ছিলো, যা বিশ্ববিদ্যালয়ের সাথে খুব অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছিলো। আধুনিকায়নের ফলে ফটকটির সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। গেইটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, খুব দ্রুতই উদ্বোধন করা হবে।

এসব কাজের মাধ্যমে হাবিপ্রবির নান্দনিকতা আরও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ