• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০৮:৫২:২৭ (01-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০৮:৫২:২৭ (01-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়ির পুকুরে মিলল পিতার লাশ, পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

১৯ জুলাই ২০২৫ সকাল ০৯:৪৫:১২

ফটিকছড়ির পুকুরে মিলল পিতার লাশ, পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দিঘিরপাড় এলাকায় একটি পুকুর থেকে মো. এনাম (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বি.এ সুলতান মাস্টার বাড়ির সামনে এ মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুকুরে একটি ব্যাগ ভাসতে দেখে সন্দেহ হয়। পুকুর পাড়ে পড়ে ছিল এনামের লুঙ্গি ও জুতা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ এনামকে তার পরিবারের সদস্যরা প্রায়ই নির্যাতন করতেন। এমনকি ঘটনার আগের রাতেও বড় ছেলে মোবারক হোসেন তাকে মারধর করে ঘরে তালা লাগিয়ে দেন বলে জানায় প্রতিবেশীরা।

মরদেহ উদ্ধারের পর এনামের ছেলে মোবারক, স্ত্রী পারভিন আক্তার, মেয়ে মুন্নি ও শ্যালক আবুল কালামকে থানায় নিয়ে গেছে ফটিকছড়ি থানা পুলিশ।

ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফটিকছড়ি থানার ওসি নুর আহম্মদ।

এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬