• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৪:০৩:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৪:০৩:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

২৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:২৬:৪২

বীরগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৫নং সুজালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহুগাঁও বাজার থেকে দক্ষিণে মহুগাঁও গ্রামে পাকা রাস্তার কাজে তিন নাম্বার ইটের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করতেছে। সাংবাদিকরা মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন, কী ইট দিয়ে কাজ করতেছেন। প্রশ্নের জবাবে বলেন, এক নাম্বর ইট দিয়ে কাজ করতেছি। কিন্তু সেখানে কোনো এক নাম্বার ইটের ছিটে ফোটাও ছিল না। ৩ নাম্বার ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করতেছেন মিস্ত্রি।

এলাকাবাসীরা সাক্ষাৎকারে বলেন, নিম্নমানের ইট দিয়ে কাজ করতেছে ঠিকাদার। কয়েকবার কাজ বন্ধ করে দেই আমরা এলাকাবাসীরা। কিন্তু পুনরায় কাজ করতেছে।

এলাকার আরো এক বীর মুক্তিযোদ্ধা বলেন, নিম্নমানের ইট দিয়ে কাজ না করে, ভালো ইট দিয়ে কাজ করার অনুরোধ করেন।

এ ব্যাপারে রাস্তার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস বাপ্পি বাফির ট্রেডার্স, ডাঙ্গাপাড়া, খানসামা, দিনাজপুর এর স্বত্বাধিকারী তাজ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই তিন নাম্বার ইটের খোয়া টুকু পড়েছে সে টুকু থাকবে। পরে এর উপরে এক নাম্বার ইটের খোয়া দিব। তাহলে জনমনে প্রশ্ন? যে ‘ভিতরে সদরঘাট বাইরে ফিটফাট’। এই রাস্তার কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলার প্রকৌশলী জিবরীল আহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাহী দফতরের সরকারী প্রকৌশলী নিম্নস্বাক্ষরকারী ও সংশ্লিষ্ট কাজের উপর সহকারী প্রকৌশলী কৃর্তৃক যৌথভাবে সাইট পরিদর্শন করা হয়। এ সময় মজুদ করা খোয়ার নমুনাও টেস্ট করা হয়। যা ছিল নিম্নমানের খোয়া, সেই খোয়া অপসারণের জন্য তাকে দুইবার চিঠি দেওয়া হয়েছে।

প্রকৌশলী জিবরীল আহাম্মদ আরও বলেন, এ কাজের বিল আমি পাস করবো না। আমি নিজেও বুঝে উঠতে পারতাছি না দুইবার চিঠি দেওয়ার পরেও অনুমতি ছাড়া কীভাবে কাজ শুরু করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১