• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৫:৪৬:১৪ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৫:৪৬:১৪ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

২ মার্চ ২০২৫ বিকাল ০৫:৫১:২৬

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়া থেকে ছাত্র-জনতা হত্যা ও মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ (ডিবি)।

২ মার্চ রোববার নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন। এর আগে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

গ্রেফতার বিল্লাল হোসেন আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুসলেম উদ্দিন কন্ট্রাক্টরের ছেলে। সে আশুলিয়ার ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে আশুলিয়া থানা সহ দেশের বিভিন্ন থানায় ৮টি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকার ত্রাস, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি মাদক মামলায় সে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, গ্রেফতার বিল্লালের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় তার নামে দেশের বিভিন্ন থানায় ৮টি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১