• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:১৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:১৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় দয়াল বাবা গণি শাহ’র ৫৫তম ওরশ চলছে

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ১১:২০:২৮

ব্রাহ্মণবাড়িয়ায় দয়াল বাবা গণি শাহ’র ৫৫তম ওরশ চলছে

ব্রাহ্মণবাড়িয়া (দক্ষিণ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মহান অলী হযরত দয়াল বাবা গণি শাহ (রহ.) এর ৫৫তম পবিত্র বার্ষিক মহাসম্মেলন শুরু হয়েছে।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার নবীনগর থানার থোল্লাকান্দি গ্রামে বার্ষিক এই ঐতিহাসিক ওরশ-মাহফিল শুরু হয়। ৪ দিনব্যাপী আয়োজিত এ মহাসম্মেলন চলবে আগামী ২১ জানুয়ারি রোববার পর্যন্ত।

এরই মধ্যে লাখ লাখ ভক্ত আশেকান দেশ ও দেশের বাইরে থেকে এসে জড়ো হয়েছেন সম্মেলনস্থানে। প্রতিবছরের মতো এবারও সম্মেলন কর্তৃপক্ষ দূর-দূরান্ত থেকে আগত মানুষের জন্য খাবার-দাবারসহ নানান আয়োজন রেখেছেন। দল মত নির্বিশেষে মুসলমান, হিন্দুসহ সকল ধর্মাবলম্বী মানুষজন ওরশে এসে নেকি অর্জন করেন।  

ওরশে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওরশ শরীফে আগত আশেক, ভক্ত ও মুরিদানদের জানমালের নিরাপত্তা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, পরিবেশবান্ধব স্যানিটেশন, বিশুদ্ধ পানীয়, প্রয়োজনীয় ঔষধসহ বিশেষজ্ঞ ডাক্তার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে ওরশ এলাকায়।

মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে নৌকায় বা কখনো ডাঙায়, এরূপ বহু বিচিত্র সাধনে রেয়াজতে গণি শাহ এক সময় হয়ে উঠেন আওলিয়া শাহান শাহের প্রিয় একজন। শাহান শাহের আচার আচরণ তার ধাতস্ত হয়। জীবনের শেষাংশে তার কাটে নবীনগর থানার থোল্লাকান্দি গ্রামে। ওফাৎ প্রাপ্তির পর সেখানেই তার মাজার হয়েছে। অগণিত ভক্তের আগমনে প্রতি বছরই তার ওরশ উদযাপিত হয়।

উল্লেখ্য, বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার দয়াল নগর থোল্লাকান্দি পোস্ট অফিস এলাকার বড়ি কান্দিতে এ ওরশের আয়োজন করা হয়। পবিত্র বার্ষিক এই মহাসম্মেলনে সকলকে যোগদান করে অশেষ পুণ্য অর্জন করার আহবান জানান আয়োজক কমিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ