বান্দরবান প্রতিনিধি: রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন,পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকার শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সদর উপজেলার দুর্গম চিম্বুক এলাকায় চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, দুর্গম এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার্জনে বেশি আগ্রহী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজন চলমান কর্মকান্ডের একটি অংশমাত্র। ইতোমধ্যে প্রত্যেন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীর পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেছি।
তিনি বলেন, এছাড়াও বেসরকারি যেসব স্কুলে শিক্ষক সংকট রয়েছে সেখানে আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি। যাতে করে দুর্গম এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম বন্ধ না হয়। শুধু শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ নয়, স্কুলের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় জনসাধারণের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়। এছাড়াও ৩ জন শিক্ষককে শীতের জ্যাকেট দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available