• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৪৭:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৪৭:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তি বিদ্যানিকেতনের সাফল্যের এক যুগ

৭ জুলাই ২০২৪ দুপুর ০২:৩৫:৩৭

শাহরাস্তি বিদ্যানিকেতনের সাফল্যের এক যুগ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: শাহরাস্তি বিদ্যানিকেতনের সাফল্যের এক যুগ পূর্তিতে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই শনিবার দুপুরে বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম জেড ইসলাম অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পাটনার মো. ফখরুল আলম পাটোয়ারী (এফসিএ)।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ মো. আব্দুর রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহজান মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালি ব্যাংক লি. কচুয়ার সাচার পিএলসি শাখার ম্যানেজার মো. হাসান মজুমদার ও গ্লোবাল ইসলামি ব্যাংক কালিয়াপাড়া উপ শাখার ম্যানেজার মো. নাজমুল আলম নোমান।

বক্তারা বলেন, আমাদের শাহরাস্তি বিদ্যানিকেতন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণেই আমরা এখানে আমাদের শিক্ষার্থীদের একটি ভাল পরিবেশ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে তারা সবাই ভাল মূল্যবোধের শিক্ষা অর্জন করতে পারে এবং প্রতিদিন নতুন জিনিস শিখতে পারে।

আমাদের ছাত্ররা শুধুমাত্র শিক্ষায় পারদর্শী নয়, তারা খেলাধুলা, স্কুল ইভেন্টে আমাদের বিদ্যানিকেতনের প্রশংসা অর্জন করতে এবং এটিকে দেশব্যাপী স্বীকৃতি দিতে সাহায্য করব। অত্যন্ত দক্ষ পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি আমাদের শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করতে পেরেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের সেক্রেটারি মো. শাহাদাত হোসেন সাধু, কোষাধ্যক্ষ তোছাদ্দেক হোসেন, ভূমি দাতা মো. ইমরান হোসেন পাটোয়ারী, সুয়াপাড়া সপ্রাবির প্রধান শিক্ষক আকতারুজ্জামান, মো. শাহাজানসহ বিদ্যানিকেতনের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক পুরস্কারের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১