• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:২২:১২ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:২২:১২ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

তথ্য গোপন করায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১ আগস্ট ২০২৫ দুপুর ০২:৪৭:২৫

তথ্য গোপন করায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

বাবুল আকতার , খুলনা ব্যুরো: বঙ্গবন্ধু পরিষদের নেতা এস এম জাহাতাব হোসেন ও মো. মাসুম বিল্লাহর চাকরির তথ্য না দেয়ায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বেসরকারি টেলিভিশন গাজী টিভির স্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে তিনি গত ৩০ জুলাই বুধবার এ লিগ্যাল নোটিশ  প্রেরণ করেন। 
এস এম জাহাতাব হোসেন প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মো. মাসুম বিল্লাহ প্রধান সহকারী হিসাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরে কর্মরত রয়েছেন।

জানা যায়, গত ৭ মে তথ্য অধিকার আইনে ফরম “ক” এ তথ্য প্রাপ্তির আবেদনপত্রে সাংবাদিক লিয়াকত হোসেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের (ভারপ্রাপ্ত) দপ্তরের একজন কর্মকর্তা ও কর্মচারীর চাকরির তথ্য চায়। ওই তথ্য প্রাপ্তির আবেদনপত্রে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাতাব হোসেনের ৯টি এবং প্রধান সহকারী মো. মাসুম বিল্লাহর চাকরির ৮টি তথ্য উল্লেখ করা হয়। এছাড়া সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুর্শিদ দায়িত্বে থাকা অবস্থায় কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসকদের বদলি/প্রেষনের তালিকাও চাওয়া হয়। সকল তথ্যগুলো ৭ কার্যদিবসের মধ্যে সরবরাহ করতে অনুরোধ করেন বেসরকারি টেলিভিশন গাজী টিভির স্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন। এ আবেদন পাওয়ার পর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত ইমেইলের মাধ্যমে একটি পত্র প্রেরণ হয়।

তবে এ বিষয়টি পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত দপ্তারা দেশে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। বঙ্গবন্ধু পরিষদের নেতা এস এম জাহাতাব হোসেন ও মো. মাসুম বিল্লাহর চাকরির তথ্য না পেয়ে সাংবাদিক লিয়াকতের পক্ষে খুলনা জজ কোর্টের অ্যাডভোকেট মো. ফিরোজ আলম পলাশ লিগ্যাল নোটিশ  প্রেরণ করেন।

বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমানের নিকট প্রেরিত ওই লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আপনি কর্তৃক প্রেরিত চিঠি পড়ে আমার মক্কেল হতাশ ও হতবাক হয়েছেন। ২ এর ক হইতে ৩ এবং থ তে বর্ণিত তথ্য প্রদান করা সম্ভ্যব নয় বলে আপনি দুঃখ প্রকাশ করেছেন। কারণ হিসাবে তথ্য অধিকার আইন ৭(জ) ধারায় নির্দেশনার কথা উল্লেখ করছেন। উক্ত আইনের ৭(জ) ধারায় বলা হয়েছে, কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ন হতে পারে এই তথ্য প্রদান করা যাবেনা। তথ্যে কোনো ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার মত একটি শব্দও নেই। ফলে আপনি কেবল মাত্র খাম খেয়ালি ভাবে তঞ্চকতার আশ্রয় গ্রহণ ও সকল চাহিত তথ্যকে উপেক্ষা করেছেন।

এছাড়া ২(দ)  এবং ২(ধ) বর্ণিত চাহিত তথ্যের ক্ষেত্রে আপনি যে উত্তর প্রদান করেছেন তা দুঃখ জনক। লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে চাহিত সকল তথ্য সঠিক ভাবে প্রদানের জন্য স্বাস্থ্য পরিচালককে পরামর্শ দেয়া হয়।

তবে একটি সূত্র জানায়, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান আওয়ামীপন্থি হওয়ায় বঙ্গবন্ধু পরিষদের নেতা এস এম জাহাতাব হোসেন ও মো. মাসুম বিল্লাহর চাকরির তথ্য তিনি গোপন করার চেষ্টা করছেন। তাদের চাকরির সকল তথ্য প্রকাশ হলে ওই কর্মকর্তা ও কর্মচারী চাকরিচ্যুত হতে পারে বলে আশঙ্কা করছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম জাহাতাব হোসেন ও প্রধান সহকারী মো. মাসুম বিল্লাহ বঙ্গবন্ধু পরিষদের স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১