• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২২:০২ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২২:০২ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে দুইজনের মৃত্যু

২৯ মে ২০২৫ দুপুর ১২:৪৫:২০

কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে দুইজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ৬ ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম।

২৭ মে মঙ্গলবার গভীর রাতে আম বাগান থেকে আশরাফুল হোসেন কালুকে (৩৫) রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আশরাফুল হোসেন কালু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

এদিকে ২৮ মে বুধবার কামরুল প্রামানিককে (৫০) সকাল সাড়ে ১০টার দিকে কলা বাগান থেকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত কামরুল প্রামানিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

নিহত কামরুলের ভাতিজা বিপুল প্রামানিক বলেন, আমার চাচা সকালে মাঠে যায়। মাঠে কলার বাগানে কাজ করা অবস্থায় রাসেল ভাইপার সাপে কামড় দেয়। এসময় সাপটি মেরে হাতে নিয়ে বাড়ি চলে আসে চাচা। রাসেল ভাইপার সাপের কামড়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, রাসেল ভাইপার সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১



বকশীগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
২ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৩:২২