• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৫৮:০১ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৫৮:০১ (20-May-2024)
  • - ৩৩° সে:

খেলা

৮ গোলের ম্যাচে দুর্দান্ত জয় পেল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল

১৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৪৩:৫০

৮ গোলের ম্যাচে দুর্দান্ত জয় পেল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: দুবাইতে বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে ৬টি মহাদেশের ১৬টি দেশ। আসরের দ্বিতীয় দিনে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নরা ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিচ সকার ফুটবলের নিয়মানুসারে ১২ মিনিট করে ৩ পিরিয়ডে ৩৬ মিনিটের ম্যাচ হয়ে থাকে।

যেখানে প্রথম পিরিয়ডে ব্রাজিল ৪-২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় পিরিয়ডে ওমান আরও এক গোল শোধ করে। তৃতীয় পিরিয়ডে ওমানের কফিনে শেষ পেরেক ঠুকেন ব্রাজিলের এডসন হাল্ক। এতে করে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে এডসন হাল্ক ২টি, মাউরিসিনহো, কাটারিনো এবং রদ্রিগো ১টি করে গোল করেন। ওমানের হয়ে আব্দুল্লাহ আল সাউতি, আব্দুল রহমান আল ফাজারি ও খালিদ আল ওরাইমি ১টি করে গোল করেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল। আগামী ২০ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মেক্সিকোর মুখোমুখি হবে।

এ বারের আসরে লাতিন আমেরিকা থেকে সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। আর্জেন্টিনা বি গ্রুপে খেলছে। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। অন্যদিকে ডি গ্রুপে খেলছে ব্রাজিল। যেখানে তাদের ৩ প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো।

টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল ৩টি করে ম্যাচ খেলবে। কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা পাবে শীর্ষ ২টি করে ৪ গ্রুপ থেকে ৮টি দল। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ