• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৪৫:১৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৪৫:১৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানীতে স্বস্তির বৃষ্টি হলেও অস্বস্তিতে ঈদে ঘরে ফেরা মানুষরা

১৩ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫:৩৭

রাজধানীতে স্বস্তির বৃষ্টি হলেও অস্বস্তিতে ঈদে ঘরে ফেরা মানুষরা

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। এদিকে পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস ‍ছিল আজ। তাই ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষরা। ১৩ জুন বৃহস্পতিবার বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা যায়।

রাজধানীতে বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে শুরু হয় বৃষ্টি। আগাম প্রস্তুতি না থাকায় অনেকে ভিজে যান। বৃষ্টির কারণে অনেকে আবার বাস টার্মিনাল পর্যন্ত যেতেও পারছেন না। অনেকে আবার অনেক কষ্টে টার্মিনালে এসে ছাউনির নিচে অবস্থান নিচ্ছেন।

এদিকে পরিবার নিয়ে ঈদ করতে বরিশাল যাবেন জলিল খাঁ। তিনি বলেন, আজ থেকে ঈদের ছুটি পেয়েছি। বৃষ্টি নেই বলে এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে গাড়ি তো পাচ্ছি না। বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছি।

রাজধানীর সায়েদাবাদ, কমলাপুর, যাত্রাবাড়ী, ধোলাইপাড় এলাকা ঘুরে দেখা গেছে, শেষ কর্মদিবসের পর বিকেলে বাস টার্মিনালে ভিড় ঈদে ঘরমুখো যাত্রীদের। রাজধানীর তীব্র যানজটের ভোগান্তি শেষ হতে না হতেই হঠাৎ নামলো ঝুম বৃষ্টি। এতে স্বস্তির বদলে বিপাকে পড়েছেন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন রোববার থেকে। যা চলবে ১৮ জুন মঙ্গলবার পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১