• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০২:১৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০২:১৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৃষ্টিতেই জলাবদ্ধতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায়। পানি নিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন উপজেলার হাজারো মানুষ।২১ এপ্রিল সোমবার সকালে সরেজমিন দেখা যায়, মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক মাওনা চৌরাস্তায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিশেছে। আরেকটি সড়ক মাওনা থেকে কালিয়াকৈরে গেছে। মাওনা-শ্রীপুর সংযোগ সড়কের দুই পাশে রয়েছে কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে শতাধিক বাড়ি-ঘর। রয়েছে ৩০টির মতো ব্যাংকের শাখা কার্যালয়। আশপাশে রয়েছে বহু শিল্পপ্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার সড়কের প্রবেশ মুখে সকাল ৭টা থেকে হওয়া বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার ফলে মানুষ ময়লাযুক্ত পানির মধ্য দিয়েই চলাচল করছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব পরিবহণ চলাচল করছে পানির মধ্য দিয়েই।মাওনা চৌরাস্তার একটি শপিং মলে কেনাকাটা করতে আসা পারভীন আক্তার বলেন, ‘সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার এ হাল, বর্ষাকালে কী হবে ভাবা যায় না। সড়কের এপার থেকে ওপার যেতে কাদা আর ময়লা পানি ঠেলে যেতে হয়। এতে ভিজে কাপড় ভিজে যায়।’নবী হোসেন বলেন, ‘রিকশা থেকে নেমে পানির মধ্যে হেঁটে এ পর্যন্ত আসলাম। রাস্তার ওপর জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এসব পানি বিভিন্ন টয়লেটের পানির সঙ্গে মিশে গেছে। এই পানি শরীরের মধ্যে লাগলে চর্মরোগ হওয়ার আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে বর্ষাকালে এই ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে যাবে।’