• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৮:১০ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৮:১০ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চারঘাটে বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

২৪ মার্চ ২০২৪ দুপুর ০২:২৯:০৬

চারঘাটে বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। তিনি বিদ্যুৎ উৎপাদন হতে শুরু করে গ্রাহক প্রান্তে বিতরণ পর্যন্ত কোনো কোনো দফতর কীভাবে কাজ করে থাকে তার উপর সম্যক ধারণা দেন।

২৪ মার্চ রোববার সকালে চারঘাট জোনাল অফিসের আয়োজনে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে গণশুনানি করেন চারঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী রঞ্জন কুমার সরকার।

এ সময় দি এশিয়ান এজ জেলা প্রতিনিধি এবং চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম (রবি), চারঘাট প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলামসহ (বাচ্চু) পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।    

বিদ্যুৎ গ্রাহক গণশুনানির সময় ডিজিএম গ্রাহকদের নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের পদ্ধতিসমূহ আলোকপাত করেন। অফিসের আর্থিক কাঠামো সচল রাখার স্বার্থে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ এবং বিদ্যুৎ লাইন বিভ্রাট বিহীন-সচল রাখার স্বার্থে লাইনের পাশ্বের্র গাছপালা কর্তনে সকলের সহযোগিতা কামনা করেন। 
এছাড়াও তিনি বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরিরোধকল্পে সকলের সংঘবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে অনুরোধ জানান।

এসময় ডেপুটি জেনারেল ম্যানেজার সাশ্রয়ী সেচ প্রদান পদ্ধতি, নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার, এসি’র নিরাপদ ব্যবহার ইত্যাদি বিষয়ক লিফলেট বিতরণ করেন। গণশুনানির সময় উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ