• ঢাকা
  • |
  • বুধবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৯:২০:৫০ (22-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৯:২০:৫০ (22-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:১১:৫২

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিয়া জান্নাত মায়া (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার রাত ১টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

এর আগে, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুনগুনীয়া বেতাগী বালুর চর এলাকায় ওই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।

মৃত মাহিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি এলাকার মো. আলমগীরের মেয়ে। সে স্থানীয় নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলো।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত মাহিয়া ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগুনীয়া বেতাগী গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন বিকেলের দিকে বাড়ির কাছে বালুর চর নামক স্থানে কয়েকজন শিশুসহ খেলতে বের হন। সন্ধ্যার দিকে হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে লেগে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গুরুতর হওয়ায় রাত ৯ টার দিকে তাঁকে চিকিৎসকরা ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

বেতাগী ইউনিয়ন পরিষদেরর সাবেক সদস্য ও মায়ার মামা নাজমুল হক বলেন, আমার ভাগ্নীকে আর বাঁচানো গেল না। চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। নাজমুল হকের অভিযোগ, কর্ণফুলী নদী থেকে বালু তোলার পর বালুগুলো বিদ্যুৎ সঞ্চালন লাইন ছুঁইছুঁই অবস্থায় রাখা হয়েছে।  অপরিকল্পিতভাবে বালু রাখার কারণে বালির ওপর খেলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে আহত হয়ে সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আমরা বিষয়টি দেখব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ