মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়াকে লক্ষ্য করে বোমা হামলার চালানো হয়েছে। তবে, বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
১৩ এপ্রিল রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের পাশে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, আব্দুল মমিন ভূঁইয়া ১ নং রোহিতা বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোহিতা ইউনিয়নের ভান্ডারী মোড়ে ভাই ভাই স'মিল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। রোববার রাতে বাড়ি ফেরার পথে রোহিতা ইউনিয়ন পরিষদ পার হতেই রুহুল আমিনের বাড়ির সামনে পৌঁছুলে ৭-৮ জন গতিরোধ করার চেষ্টা করে মনিনকে। এ সময় তাকে লক্ষ্য করে একটি হাত বোমা নিক্ষেপ করে।
এ সময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পুনরায় তারা আরেকটি বোমা বিস্ফোরণ ঘটালে লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য রক্ষা পায়।
এদিকে বিস্ফোরিত বোমার বিকট শব্দে আশেপাশে লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল পালিয়ে যায়। এ ঘটনায় এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করে।
এদিকে, হামলার শিকার মমিন ভূইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান শিমুল জানান, রাতে মমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা মমিন ভূঁইয়া বলেন, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ৭/৮ জন আমাকে আটকানোর চেষ্টা করে। তারা আমাকে লক্ষ্য করে দু'টি হাত বোমা নিক্ষেপ করে । একটি বোমা আমার মোটরসাইকেল বিস্ফোরিত হয়। আমি মাটিতে পড়ে গেলে আমাকে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে। আমার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও বলেন, হামলাকারীদের মধ্য থেকে ৪ জনকে শনাক্ত করতে পেরেছি। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available