• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ রাত ০৮:৪৭:৫৩ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ রাত ০৮:৪৭:৫৩ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

১৯ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৩৯

চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সরকারের সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে, অনেক পণ্যের দাম কমেছে। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

১৯ মার্চ বুধবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে কিছু কিছু পণ্যে স্বস্তি এসেছে, কিছু পণ্যে আসেনি। চালের বাজার নিয়ে কাজ চলমান। সরবরাহ ব্যবস্থা চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী। আমি আজ এ নিয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো। সাপ্লাই নিয়ে কথা হবে। চালের বাজার সহজীকরণের (দাম কমানোর) চেষ্টা করা হবে।

বিভিন্ন সেক্টরে দুর্নীতি নিয়ে তিনি বলেন, দুর্নীতিকে নিঃশেষ করা সম্ভব হবে না। ২৮ লাখ কোটি টাকা চলে গেছে। উপদেষ্টারা চাঁদা নেন না, তবে দুর্নীতির করার পথ দমনে আমাদের কঠোর করতে হবে।

ব্যবসা-বাণিজ্যের বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এজন্য আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ আনতে হবে। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে এক হয়ে কাজ করতে হবে।

এসময় আমদানির চেয়ে রপ্তানির দিকে বেশি মনোযোগী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। আমাদের সবাইকে ঐক্য বজায় রেখে চলতে হবে। সরকার ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে আন্তরিকভাবে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১



বকশীগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
২ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৩:২২