• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:০৯:৫৮ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:০৯:৫৮ (02-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয় বাজেট

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ

১ জুন ২০২৩ রাত ০৮:৪৯:৫৫

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ

নিউজ ডেস্ক: আগামী ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ১ জুন  বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ লক্ষ্যমাত্রার কথা বলেন। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অর্থ মন্ত্রণালয় এ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চলতি অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ০৩ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার  বাজেট প্রস্তাবনা দেয়া হয়। এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের ২৪ তম ও অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।


আগামি অর্থবছরের বাজেটের আকার গত অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকার বাজেটে জিডিপির হার ১৫ দশমিক ২১ শতাংশ। বাজেটে সার্বিক ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটি জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। ঘাটতি মেটাতে সরকার ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫০ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে ৫ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় প্রায় ৬৭ হাজার কোটি টাকা বেশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সিলেটে মহান মে দিবস পালিত
১ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪৭:১৬