• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৩২:৪৬ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৩২:৪৬ (18-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ববিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের সহায়তায় চালু হলো ‘ইশু ক্যাফে’

৩০ জুলাই ২০২৩ রাত ০৯:২৫:৪২

ববিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের সহায়তায় চালু হলো ‘ইশু ক্যাফে’

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একজন প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা।  দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ওমর ফারুককে বিশ্ববিদ্যালয় প্রধান গেটের সামনে একটি খাবারের দোকান দিতে সহায়তার করেছে তারা। ৩০ জুলাই রোববার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় ‘ইশু ক্যাফে’ নামের অস্থায়ী এ দোকানটি।

এ ব্যাপারে উপকার ভোগী মো. ওমর ফারুক বলেন, ৫ মাচ আগে একটি দুর্ঘটনায় আমার ডান পা বিকল হয়ে যায়। একই সাথে বন্ধ হয়ে যায় আমার উপার্জনের সব রাস্তা। আমার এমন অসহায় মুহুর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার পাশে দাড়িয়েছে। আমাকে ছোট একটি ব্যাবসার মাধ্যমে উপার্জনে ফিরতে সহায়তা করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।  

ববি ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া আমাদের দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকেই মো. ওমর ফারুকের পাশে আমরা দাঁড়িয়েছি। ভবিস্যতেও আমাদের এমন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ববির সাবেক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী শফিক মুন্সি বলেন, ভিক্ষা করা ছেড়ে একজন মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছেন। তার আহ্বানে আমরা সাড়া দিয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ইশু ক্যাফের পাশে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বৃষ্টিতে সস্তি এসেছে সিলেটে
১৮ মে ২০২৪ সকাল ০৮:১৫:০৬