• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ রাত ১০:১৩:৪৯ (01-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ রাত ১০:১৩:৪৯ (01-Jul-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

জেরুজালেমে মার্কিন দূতাবাস শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা

১৮ জুন ২০২৫ সকাল ০৮:৪১:৫৬

জেরুজালেমে মার্কিন দূতাবাস শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল-ইরান সংঘাতের জেরে নিরাপত্তা বিবেচনায় জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবের কনস্যুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

১৮ জুন বুধবার মার্কিন দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ অনুসরণ করে দূতাবাস ও কনস্যুলার শাখার কার্যক্রম আজ থেকে শুক্রবার পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসস্থান কিংবা তার নিকটবর্তী এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।’

তবে এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। দূতাবাসের ভাষ্য, ‘যদি পরবর্তীতে দেশত্যাগের বিকল্প সম্পর্কে কোনো তথ্য থাকে, তা মার্কিন নাগরিকদের সঙ্গে শেয়ার করা হবে।’

বিবৃতিতে আরও জানানো হয়, ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন বন্ধ রয়েছে। সেখানে কোনও বাণিজ্যিক কিংবা চার্টার ফ্লাইট আপাতত চালু নেই। এমনকি ইসরাইলের সমুদ্রবন্দরগুলিও কার্যক্রম বন্ধ রেখেছে।

তবে জর্ডানের সঙ্গে সংযোগ স্থাপনের যে স্থলপথ রয়েছে, তা এখনও খোলা এবং বুধবারের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার কথা রয়েছে বলেও জানায় মার্কিন দূতাবাস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত
১ জুলাই ২০২৫ রাত ০৮:০৩:২৫





কেরানীগঞ্জে মাদক কারবারি আটক ২
১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬