• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৪:১৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৪:১৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

১৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৪৯:৪০

রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও ৩১ তম জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজ মাঠে এর আয়োজন করে রাজশাহী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

রাজশাহী মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আলহাজ্ব আলাল পারভেজ লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী কামাল বলেন, আজকের শিশু-কিশোররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। কোন ধর্মীয় গোরামি নয় তাদেরকে মুক্তমনা করে গড়ে তুলতে হবে, তাদের মেধার বিকাশ ঘটানোর পরিবেশ আমাদেরকেই গড়ে দিতে হবে। যেমনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন। সেই লক্ষ্যেই তার কন্যা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

প্রধান আলোচকের বক্তব্যে মিয়া মনসেব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরাবরই চেয়েছিলেন এ দেশের স্বাধীনতা সার্বভেীমত্ব। যার পেছনে অন্যতম কারণ হলো আমাদের স্বাধীন মতামত প্রকাশের ক্ষমতা, তেমনি ভাবে আমাদের দেশের শিশু-কিশোরদের কেউ স্বাধীনতার স্বাদ উপভোগ করার জন্য তিনি ব্যাপক  পদক্ষেপ নিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিনে আজ তাই শ্রদ্ধার সাথে জাতির জনকের অবদানের কথা স্মরণ করছি। আমাদের শিশু কিশোরদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আগামী দিনগুলোতে যোগ্যতর করে গড়ে তোলাই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ও রাজশাহী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ