• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৫৩:৪৪ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৫৩:৪৪ (16-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাধবদীর আড়ৎ থেকে পেঁয়াজ উধাও!

১০ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:২৮:৫২

মাধবদীর আড়ৎ থেকে পেঁয়াজ উধাও!

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই পরই দেশের বিভিন্ন বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। আগামীকাল ১১ ডিসেম্বর সোমবার মাধবদী সাপ্তাহিক হাঁটের দিনে ভারতীয় পেঁয়াজ ১২০ টাকা আর দেশী পেঁয়াজ ১৪০ টাকা মূল্য বেধে দিয়েছে মাধবদী পৌর কর্তৃপক্ষ। এমন ঘোষণার পর পরই আড়ৎ থেকে পেঁয়াজ উধাও হয়ে গেছে!

রোবরার আড়ৎগুলো ঘুরে দেখা গেছে, পেঁয়াজ ছাড়া অন্য মসলা বিক্রির জন্য দাম হাকাচ্ছেন বিক্রেতারা। কিছু আড়তে পেঁয়াজ থাকলেও তারা এই দামে বিক্রি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

পেঁয়াজের পাইকারী ব্যবসায়ি মোরসালিন জানান, দেশি পেঁয়াজ ১৮৫ টাকা আর ভারতীয় পেয়াজ ১৫৫ টাকায় ক্রয় করে কীভাবে তারা কর্তৃপক্ষের দামে বিক্রি করবে, তা বুঝে আসে না। পরিবহণ ব্যয় আর দোকান ভাড়া মিলিয়ে যদি লাভ না থাকে, তবে এখানে পেঁয়াজ বিক্রি করা যাবে না।

আরেক ব্যবসায়ি মাসুদ মিয়া জানান, প্রতি সপ্তাহে আমি ৫০০ বস্তা পেঁয়াজ সরবরাহ করে থাকি, সেই জায়গায় এ সপ্তাহে পেয়েছি ১০০ বস্তা। তাও আবার বেশি মূল্যে কিনে আনতে হয়েছে। আমরা বাজারমূল্যে আনি বাজারমূল্যে বেচি।

গত একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১২০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা বেড়েছে।

খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি ক্ষণে ক্ষণে বাড়ছে পেঁয়াজের দাম। এজন্য বাজারে দেখা মিলছে না দেশি পেঁয়াজের। যেখানে দৈনিক ৩০০ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাজারে ডুকত, সেখানে তা শূণ্যের কোঠায়। তাই বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।

জানা গেছে, ভারতের বাজারে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রফতানি বন্ধের পদক্ষেপ নেয় দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। তবে পেঁয়াজ রফতানির জন্য যদি কোনো দেশ ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানায়, তাহলে তা বিবেচনা করবে সংস্থাটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ