কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: শ্রমিকদের মৌসুমী থেকে স্থায়ীকরণের নিয়োগ স্থগিতের প্রতিবাদে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জসুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।
১৬ মে বৃহস্পতিবার সকাল ৮টায় কারখানার প্রধান ফটকের সামনে কর্মবিরতি দিয়ে তারা এ কর্মসূচি পালন করে।
এতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সম্পাদক সাইদুর রহমান পিকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মোবারকগঞ্জ সুগার গিলে গত ৮ থেকে ১০ বছর ধরে শ্রমিক কর্মচারীরা মৌসুমী ভিত্তিক কাজ করে যাচ্ছে। অভিজ্ঞ এই শ্রমিকদের স্থায়ীকরণের জন্য ১৫ মে বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অদৃশ্য কোনো কারণে বুধবার বিকেলে সেই নিয়োগ স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। এতে অর্ধশত শ্রমিকের নিয়োগ স্থগিত হয়ে গেছে।
ঈদুল আজহার আগে এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available