• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৩০:১৮ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৩০:১৮ (01-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

নতুন মার্কিন ভিসানীতি বাংলাদেশের নির্বাচনের জন্য সহায়ক হবে

২৫ মে ২০২৩ রাত ০৮:০৫:৪১

নতুন মার্কিন ভিসানীতি বাংলাদেশের নির্বাচনের জন্য সহায়ক হবে

নিউজ ডেস্ক:  বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সহায়ক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ২৫ মে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা নতুন ভিসানীতি প্রনয়ন করেছি। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় এই ভিসানীতি বাংলাদেশের সাধারণ মানুষ, সরকার ও প্রধানমন্ত্রীসহ সবার জন্য সহায়ক হবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মাঝেমধ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়, এটি তারই অংশ। আমরা দুদেশের সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করেছি। নতুন ভিসানীতি নিয়েও কথা বলেছি, যেটি বুধবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মার্কিন নতুন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ২ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন, পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে এসময় বৈঠকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মহান মে দিবস
১ মে ২০২৫ সকাল ০৮:২৪:৪২

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯