• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:০৭:০৬ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:০৭:০৬ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

করজোরে ক্ষমা চাইলেন মমতা

১৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২২:১১

করজোরে ক্ষমা চাইলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে জনসম্মুখে করজোরে মাফ চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর জি করে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার, এক ভিডিওবার্তায় দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চান তিনি।

মমতা ব্যানার্জি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তিনি কলকাতার বাসিন্দাদের কাছে তো বটেই, বিশ্বজুড়ে তাদের সমর্থকদের কাছেও ক্ষমাপ্রার্থী। সবাইকে চিকিৎসকদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে বলেন তিনি। আর চিকিৎসকদের অনুরোধ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে ফিরে যেতে।

তবে দাবি মেনে না নেয়া পর্যন্ত প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার, তাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু রাজি হননি প্রতিবাদকারীরা। আর জি কর ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি লাইভস্ট্রিমিং এর দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু তা না করায় বৈঠকে বসতে নারাজ আন্দোলনকারীরা।

মমতা ব্যানার্জি বলেন, আমি দুঃখিত। ভারত ও বিশ্ববাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। যারা চিকিৎসকদের সমর্থন দিচ্ছেন, তা অব্যাহত রাখার অনুরোধ করছি। আমরা ভুক্তভোগীর জন্য বিচার চাই, সাধারণ মানুষের জন্য বিচার চাই। আমরা চাই সেটা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১