• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:২৮:২৮ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:২৮:২৮ (03-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লা আইনজীবী সমিতির নেতৃত্বে মোস্তাফিজ-জাহাঙ্গীর

৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:১৬:১৫

কুমিল্লা আইনজীবী সমিতির নেতৃত্বে মোস্তাফিজ-জাহাঙ্গীর

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনে দুইটি প্যানেল অংশ গ্রহণ করেন। ৭ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে ভোটারদের ভোট টানা ৫টায় পযর্ন্ত গ্রহণ চলে।

৮ মার্চ শুক্রবার দিবাগত গভীর রাতে দিনব্যাপী নির্বাচনে দেওয়া ভোটের ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদপ্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ও সিনিয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়াসহ ১৫ জন পদপ্রার্থী মধ্যে ১০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

এছাড়া কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নীল প্যানেল থেকে ১৫ জন পদপ্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদপ্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া এবং সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, লাইব্রেরি সেক্রেটারি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, রিক্রিয়েশন সেক্রেটারি, ২টি সদস্য পদসহ ১৫টি পদের বিপরীতে ১০টি পদে বিজয়ী ঘোষণা করা হয়।

সাদা পেনেল থেকে বিজয়ীরা হলেন, সভাপতি- মোস্তাফিজুর রহমান লিটন (সাদা), সহ-সভাপতি- মজিবুর রহমান বাহার (সাদা), সহ-সভাপতি মাহবুব আলী (সাদা), সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া (সাদা), সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন (সাদা), লাইব্রেরী সেক্রেটারি-ফয়েজ আহমেদ ( সাদা), আইটি সেক্রেটারি- মহসিন ভূইয়া (সাদা), রিক্রিয়েশন সেক্রেটারি- আছিয়া মেহেজাবিন খান নিশু ( সাদা), কার্যকরী সদস্য মাহবুবল আলম রিমন (সাদা), জাহাঙ্গীর হোসেন (সাদা)।

অপরদিক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের ৫ জন বিজয়ী প্রার্থীরা হলো, ট্রেজারার- কাজী মফিজুল ইসলাম (নীল), এনরোলমেন্ট সেক্রেটারী- মনির হোসেন পাটোয়ারী (নীল), কার্যকরী সদস্য কামরুন নাহার (নীল), জাফর আহমেদ (নীল), আবদুর রাজ্জাক (নীল)। শুক্রবার সকল ফলাফল ঘোষণা করার পর জেলা আইনজীবী সমিতির সদস্য নবনির্বাচিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিজয়ী সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে ফুলের শুভেচ্ছা জানান।

এরপর আদালত থেকে বিজয় মিছিল করে এবং জেলার সামাজিক উন্নয়নমূলক সংগঠনের নেতা-কর্মীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ