• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৬:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৬:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান

২২ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৫৫:২৭

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান

রাজশাহী ব্যুরো: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ জানুয়ারি রোববার বেলা ১১টায় মহানগরীর আমচত্বর এলাকায় বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিআরটিএ’র সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমান খানের অফিসে তল্লাশি চালানো হয়। সেইসাথে বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন দুদকের এ দলটি। হয়রানির কথা জানান তারা। এসময় লাইসেন্স করতে আসা ব্যক্তিরা বিভিন্ন অভিযোগ করেন।

লাইসেন্স নিতে আসা জিন্নাত আলী নামে একজন বলেন, আমাদের অনেক হয়রানি করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বরে এসএমএস পেয়েছি, কিন্তু এখনো লাইসেন্স পাইনি।

পাবনা থেকে এসেছেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, আমি বারবার হয়রানি হয়েছি। আমাকে লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ কারণে রাস্তাঘাটে পুলিশে আটকায়, ঝামেলা হয়।

সিন্টু কুমার ইউএস বাংলায় কাস্টমার সার্ভিস এসিসট্যান্ট হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, দুই বছর যাবত ঘুরছি এখানে। রোববার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অপেক্ষায় রেখেছে। এখন বলছে দুপুর ২টায় হবে। এর আগে ৩ বার ঘুরেছি। ড্রাইভিং করতে এসে অনেক হয়রানি হয় আমাদের।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহীর দুদকের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, লাইসেন্স করাতে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়। তেমন কিছু পাইনি। বিভিন্ন কাগজ নিয়েছি। এখন তো সব কাজ অনলাইনে হচ্ছে, সমস্যা সমাধান হচ্ছে ধীরে ধীরে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১