• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪০:৪৬ (07-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪০:৪৬ (07-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার ক্লাস বন্ধ ঘোষণা

৫ জুন ২০২৩ রাত ০৯:৫৭:১৪

সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার ক্লাস বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাস ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। ৫ জুন সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে বন্ধ রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানায়, ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন এবং পরীক্ষা থাকায় মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। তবে এ ক্ষেত্রে মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে সারা দেশে চলমান দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত চার দিন বন্ধ রাখার ঘোষণা দিয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৪ জুন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে  ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ