• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:১৫:৩৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:১৫:৩৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাবি ছাত্র অধিকার পরিষদের ২১ নেতার পদত্যাগ

২৩ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২৭:১৩

ঢাবি ছাত্র অধিকার পরিষদের ২১ নেতার পদত্যাগ

জেষ্ঠ্য প্রতিবেদক: একযোগে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের ২১ নেতা। কেন্দ্রীয় নেতাদের গঠনতন্ত্র লঙ্ঘন, রাজনৈতিক লেজুরবৃত্তি ও সেচ্ছাচারিতার প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন তারা। ২৩ জুলাই রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুমসহ অন্যান্য নেতারা।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সৃষ্ট একটি ছাত্র সংগঠন। কোনো দলীয় লেজুড়বৃত্তি না করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকাই ছিলো এর অন্যতম উদ্দেশ্য। ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রস্তাবনায় দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে স্বাধীন ছাত্র রাজনীতি চর্চার কথা বলা হলেও সে ধারা থেকে বেড়িয়ে এসেছে মূল দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। ফলে একযোগে পদত্যাগ করলেন তারা। এছাড়া গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কতৃক লেজুরবৃত্তির অভিযোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। লিখিত অভিযোগ দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

পদত্যাগের ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ বলেন, এ অবস্থায় লেজুড়বৃত্তিহীন ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার আদর্শ ও প্রতিশ্রুতিবদ্ধ আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একযোগে পদত্যাগের ঘোষনা করছি। যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুমও এসময় পদত্যাগ করেন। তিনি বলেন,  ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দুই নেতা তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করেনি এবং লেজুড়বৃত্তিক কার্যক্রম বন্ধ করতে পারেনি। সে প্রেক্ষিতে পদত্যাগ করাকেই আমরা সমাধান মনে করছি।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরেই ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাবি শাখার অন্তঃকোন্দল দেখা যায়। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব গণঅধিকার পরিষদে যোগ দিলে তাদের পদ শূন্য হয়। এ সম্পর্কে ঢাবি কমিটি জানতে চাইলেও কেন্দ্রীয় কমিটির অবহেলার করনেই পদত্যাগ করলো ঢাবি অধিকার পরিষদের নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ