• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:১৬:১৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:১৬:১৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সাথে ট্রমা সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩২:৩৭

ঢাবি উপাচার্যের সাথে ট্রমা সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে রাজধানীর মিরপুরস্থ ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটসের একটি প্রতিনিধি দল। ৮ নভেম্বর বুধবার সকালে নবনিযুক্ত উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটসের চেয়ারম্যান জিয়াউল হক, পরিচালক তানজিনা খান, অধ্যক্ষ ডা. মো. তাজুল হোসেন তালুকদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জাকির হোসেন, কোর্স কো-অডিনেটর আব্দুর রউফ, প্রশাসনিক কর্মকর্তা মো: রাফিজুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো: সাইদুর রহমান নিরবসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে শিক্ষা নিয়ে সংক্ষেপে আলোচনা হয়। তখন নবনিযুক্ত উপাচার্যকে তাদের শেওড়াপাড়ায় অবস্থিত ট্রমা কলেজ অফ হেলথ্ সাইন্স, ট্রমা নার্সিং কলেজ ও শ্যামলীতে অবস্থিত শ্যামলী নার্সিং কলেজে আমন্ত্রণ করে এবং তিনি তা গ্রহণ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে গত ৪ নভেম্বর শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ