• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সকাল ০৮:০৯:৫৮ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সকাল ০৮:০৯:৫৮ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

৩ মে ২০২৫ বিকাল ০৫:০১:৩৬

মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পাথর বোঝায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতোয়ার হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

৩ মে শনিবার দুপুর ১টার দিকে উপজেলার নবীনগর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতোয়ার রহমান নাটশাল গ্রামের মৃত মোফিল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মহাদেবপুর বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আতোয়ার। বাড়ির অদূরে নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে (নাটশাল বিএম কলেজ) বকাপুর মোড় নামক স্থানে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগামী পাথর বোঝায় একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। গ্রামবাসীরা ধাওয়া করে ঘাতক চালককে আটক ও ট্রাকটিকে জব্দ করে।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব
৭ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৭