• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:০৫:৫২ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:০৫:৫২ (01-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাকা কলেজে 'জুলাই ২০২৪' স্মরণিকা প্রকাশ

২৭ মার্চ ২০২৫ সকাল ০৯:৩৬:৫৭

ঢাকা কলেজে 'জুলাই ২০২৪' স্মরণিকা প্রকাশ

ঢাকা কলেজ প্রতিনিধি: দেশের ৫৫ তম স্বাধীনতা দিবসে অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে ইতিহাসের সাক্ষী থাকল ঢাকা কলেজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি 'জুলাই ২৪' স্মরণিকা প্রকাশ করল। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বীরত্বগাথা। আরও তুলে ধরা হয়েছে জুলাই-২৪ আন্দোলনের চিত্র, স্মৃতিকথা, বিশ্লেষণমূলক প্রবন্ধ যা ওই সময়ের আবেগ ও সংগ্রামের পরিচয় করতে সহায়তা করবে।

২৬ মার্চ বুধবার ঢাকা কলেজ অডিটোরিয়ামে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সার্বিক তত্ত্বাবধানে এ স্মরণিকার উন্মোচন করা হয়। গ্রন্থটি প্রকাশে সহযোগিতায় ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ.ক.ম. রফিকুল আলম।

'জুলাই ২০২৪' স্মরণিকাতে বাছাইকৃত ১৬ জন শিক্ষক ও শিক্ষার্থীর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকথা, রচনা, প্রবন্ধ ও নিবন্ধের সম সংখ্যক লেখা প্রকাশ করা হয়েছে। ড. হাফিজা আক্তার লিখেছেন ‘দেখা হবে’, কেন্দ্রীয় সম্বন্বয়ক নাজমুল হাসান ও মুহাম্মদ রাকিব লিখেছেন ‘যথাক্রমে নতুন দিনের প্রত্যাশা ও গণঅভ্যুত্থান ২০২৪’। এছাড়াও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসাইন লিখেছেন ‘সাহসের বাড়িঘর’ এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহা লিখেছেন ‘রক্তাক্ত গণঅভ্যুত্থান; কিছু স্মৃতি কিছু কথা’।

স্মরণিকায় সম্পাদনা পর্ষদ সদস্যরা হলেন ঢাকা কলেজ বাংলা বিভাগের অধ্যাপক শাহনাজ পারভীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা সুলতানা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক আহম্মদ।

জুলাই ২০২৪ স্মরণিকার বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে ইতিহাসের পাতায় ধারণের জন্য স্মরণিকা উন্মোচন করা হয়েছে। এটি ঢাকা কলেজের পক্ষ থেকে জুলাইকে ধারণের সংক্ষিপ্ত একটি প্রয়াশ মাত্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ মহান মে দিবস
১ মে ২০২৫ সকাল ০৮:২৪:৪২