• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:৪৫:৪৫ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:৪৫:৪৫ (17-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জবিতে ডেঙ্গুর প্রকোপ: আতঙ্কিত শিক্ষার্থীরা

১৭ জুলাই ২০২৩ বিকাল ০৪:৩০:১০

জবিতে ডেঙ্গুর প্রকোপ: আতঙ্কিত শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি: ঢাকার প্রতিটি এলাকায় এখন ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারন করেছে। বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। ঈদ পরবর্তি সময়ে বিশ্ববিদ্যালয়টিতে ক্লাশ ও পরীক্ষা শুরু হলেও অনেকেই ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ব্যহত হচ্ছে একাডেমিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরান ঢাকার কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, নর্থ রোড, সার্কুলার রোড, গ্রীন রোড, ওয়েস্ট স্ট্রিট, আল আমিন রোড, নর্থ সার্কুলার রোড ও ক্রিসেন্ট রোড এলাকায় ডেঙ্গুর প্রভাব সবচেয়ে বেশি। তার প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় পার্শবর্তী সিদ্দিকবাজার, নওয়াবপুর রোড, হাজী ওসমান গনি রোড, নাজিরা বাজার লেন, কাজী আলাউদ্দীন রোড ও ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন এলাকাতেও ডেঙ্গুর তীব্রতা দেখা গেছে।

কথা হয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনমের সাথে। তিনি জানান, আমাদের এখানে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসছে। আমরা আমাদের সামর্থের সবটুকু দিয়ে তাদের চিকিৎসার চেষ্টা করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমরা খুব শীঘ্রই এ বিষয়ে একটি সেমিনার করবো। সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। তবে এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের সকলকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচী  ঘোষনা করেছে। আমরা সিটি করপোরেশনকে আরও তৎপর হওয়ার জন্য অনুরোধ করবো। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিটি করপোরেশনের তৎপরতা থাকলে এ দুরবস্থা থেকে দ্রুত উত্তরণ সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ