• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৪:১৭:১৮ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৪:১৭:১৮ (17-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জবিতে চালুর পর থেকেই বন্ধ কম্পিউটার ল্যাব

১৫ জুন ২০২৩ দুপুর ০২:০০:৫৫

জবিতে চালুর পর থেকেই বন্ধ কম্পিউটার ল্যাব

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের কম্পিউটার ল্যাব স্থাপন করার পর থেকে অবহেলায় বন্ধ হয়ে আছে। পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে এই ল্যাবটি।

জানা যায়, মুক্তিযোদ্ধা এ.কে.এম সোহরাব মিয়া কে উৎসর্গ করে স্থাপন করা হয়েছিল এ কম্পিউটার ল্যাবটি।

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪তম আবর্তনের এক শিক্ষার্থী জানায়, আমরা ভর্তির পর থেকে কোনো দিনই এ রুমটিকে খুলতে দেখিনি। বাইরের সাইনবোর্ড দেখেই জেনেছি এখানে একটি কম্পিউটার ল্যাব আছে। আমাদের কম্পিউটার কোর্স থাকলেও কোনেদিন ল্যাবে কাজ করার সুযোগ হয়নি। কলা অনুষদের শিক্ষার্থী হিসেবে আমাদের দক্ষতা বৃদ্ধির কথা চিন্তা করেও কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অনেক। কিন্তু আমাদের বিভাগে নিজস্ব একটি কম্পিউটার ল্যাব থাকা সত্বেও আমরা তা ব্যবহার করতে পারি না। এটি খুবই দু:খ জনক।

বিভাগের অফিস থেকে জানা যায়, কম্পিউটার ল্যাবটি পরিচালনার জন্য একজন ল্যাব এটেন্ডেন্স ও নিয়োগ দেওয়া হয়েছিল।  কিন্তু ল্যাব খোলা হয় না বলে তিনি বিভাগের কাজে সহায়তা করেন।

বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম  জানান, শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা আছে। আমাদের ল্যবাটি অনেকদিন বন্ধ থাকায় সেখানে হয়তো অনেক যন্ত্রাংশই এখন নষ্ট প্রায়। সেগুলো সারিয়ে পরে কাজে লাগাতে হবে।

এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো আব্দুল ওদুদ বলেন, আমি পূর্বে চেয়ারম্যান থাকা কালে এই ল্যাবটি স্থাপন করেছিলাম। ল্যাব পরিচালনার জন্য ল্যাব এটেন্ডেন্সও নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা সচল রাখা হয়নি। নানা চড়াই উৎরাই পেরিয়ে বিভাগের নানা সংস্কার কাজ সম্পন্ন হলেও ল্যাবটি সংস্কার করে তা পুনরায় চালু করা হয়নি।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে এটি বন্ধ আছে। এখন হয়তো অনেক কম্পিউটার নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের জন্য আমরা এটি সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলবো। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা না পেলে এ কাজটি করা সম্ভব হবে না। তাই এটি সংস্কার আর পুনঃব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা খুবই প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ