• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৭:২১ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৭:২১ (11-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বিএনপির অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৯ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৫৪:৩০

বিএনপির অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা অবরোধ সমর্থন করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

৮ নভেম্বর বুধবার সকাল দশটায় ঢাকা আরিচা-মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেইটে গিয়ে শেষ হয়।

এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণগ্রেফতার বন্ধ ও রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব।

এছাড়া জাবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা জুবায়ের আল মাহমুদ, নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন, সোহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, জিল্লু, মেহেদী, মাসুম ও মুজাহিদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট সরকারের পতনের অবরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাজপথে রক্ত দিব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরে যাবো।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করেছেন। সে কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা মাঠে আছি।

এর আগে, সকাল সাড়ে আটটায় সাভারের রেডিও কলোনি এলাকায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪