কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অভিনব কায়দায় কীটনাশকের দোকানে চুরির ঘটনায় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্প্রে মেশিনসহ চুরি করা মালামাল উদ্ধার করা হয়।
২৩ ডিসেম্বর শনিবার সকালে কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ।
গ্রেফতাররা হলেন, কালীগঞ্জ থানা পাড়ার আবু সামার ছেলে জমশেদ নাসের খান, একই এলাকার আবু তালেবের ছেলে জাহিদ হাসান শোভন ও বারবাজারের আব্দুর রহিমের ছেলে আনারুল ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে চুরি করা মালামালের মধ্যে বিভিন্ন ধরনের ১৩টি স্প্রে মেশিন ও ৮ লক্ষ ১৩ হাজার ৮ শত টাকা মূল্যের কীটনাশক মালামাল উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, ছোবহান ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ ছোবহানের অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ মাঠে নামে এবং বারবাজারসহ বিভিন্ন স্থান থেকে চুরি করা মালামাল জব্দসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের পর সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available