মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বালুভরা বাল্ক হেডে ও ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে চাঁদাবাজীর অভিযোগে ৪জন চাঁদাবাজকে, একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) ও নগদ টাকাসহ আটক করেছে পাটুরিয়া নৌ-থানা পুলিশ।
২০ এপ্রিল রোববার উপজেলার বাঁচামারা নামক এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রঞ্জু আহমেদ (২৬) পিতা-রফিকুল ইসলাম, লাভলু হোসেন (২৫) পিতা- লোকমান হোসেন, শরিফ শেখ (৩৫) পিতা- রাহাজ শেখ, শাকিল আহমেদ (২৮) পিতা- বাবলু শেখ। এরা সকলেই দৌলতপুর উপজেলার চর কালিকাপুর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজরুল বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ এই চাঁদাবাজ সিন্ডিকেট যমুনা নদীতে চলাচলকারী বালুভরা বাল্ক হেডে ও ইঞ্জিন চালিত নৌকায় চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার বাঁচামারা যমুনা নদীতে এসআই আতিয়ার রহমানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি দেশীয় ধারালো হাসুয়া, নগদ ৩৫০০/-টাকাসহ ৪জনকে আটক করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, পাটুরিয়া নৌ থানা পুলিশ যমুনা নদীতে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
২১ এপ্রিল সোমবার আসামীদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available