সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছ ও বিদ্যালয়ের জন্য ল্যাপটপ বিতরণ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।
৯ মে শুক্রবার বিকেলে হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেন তিনি। উপহার হিসেবে এসব গাছের চারা প্রদান করেন যুক্তরাজ্যের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকছদ মিয়া।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, একটা দীর্ঘ সময় বাংলাদেশে স্বাভাবিক পরিবেশ ছিল না। গোটা দেশের সব ধরনের পরিবেশ দূষিত হয়ে গেছিল। মানুষকে বিভাজিত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে ১৬ বছর এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল যে মুক্তিযুদ্ধ কী সেটিই মানুষ ভুলে গিয়েছিল।
এলাকার বিশিষ্ট মুরুব্বি পীর কলমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর পাল, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর হক প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available